মানব সময় ডেস্ক :
নগরের ইপিজেড থানাধীন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড ইপিজেড মডেল সার্ভিস অফিসের উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার (২২নভেম্বর) সন্ধ্যায় বন্দরটিলাস্থ সার্ভিস অফিসে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রাম বিভাগীয় ডি এম ডি লায়ন শফিকুর রহমান চৌধুরী।ইপিজেড মডেল সার্ভিস অফিসের ইনচার্জ এ এম ডি মোঃ বিল্লাল হোসাইন বেলাল’র সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন জি এম মোঃ মনির হোসেন, ডি জি এম হোসেন বাবলা, মারুফা আক্তার, বি এম মোঃ ইলিয়াস, হাফেজ মোঃ খায়রুল আলম, সমাজসেবক,শিক্ষানুরাগী মোঃ সালাউদ্দিন,ইউ এম আব্দুর রহিম,মোঃ আব্দুল আজিজ, মোঃ নবির আহমেদ, মোঃ জাকারিয়া, মাহি আকতার মনি, মোঃ ইয়ার মাহমুদ, ইয়াসিন, রাসেদুল,সাহিদা,খাদিজা, রাজিয়া,তামান্না, রিয়া,লিজা প্রমুখ। অনুষ্ঠানে নতুন দুটি সংগঠন বি,এম কোর্ড হিসেবে হাফেজ মোঃ খায়রুল আলম ও মোঃ সালাউদ্দিন যোগদান করেছেন। নবাগত বিএম দের প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নেন।প্রধান অতিথি গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন এবং কক্সবাজার সম্মেলন উপলক্ষে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন, বর্তমান যমুনা লাইফ ইনসিওরেন্স কোঃ লিমিটেড ডিজিটাল পদ্ধতি সিস্টেমের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় ডিএমডি লায়ন শফিকুর রহমান।