সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
২১-১০-২০২৪ ইং সোমবার বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম নয়ারহাটস্ত একটি কমিউনিটি সেন্টারে গাড়ি চালকদেরকে প্রশিক্ষিত করার লক্ষ্যে আলোচনা সভা ও পাঁচলাই/বায়েজিদ জোন-২ ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির পরিচিতি সভা মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর ইলেকট্রিক থ্রি হুইলার মালিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও সম্মানিত সভাপতি জনাব, শেখ মোহাম্মদ জাবের মিয়া, (শেখ-জাবেদ) প্রধান আলোচক: ছালামত আলী। প্রধান বক্তা: সিদ্দিক মিয়া। বিশেষ অতিথি: এম এ সাইদ। মাজেদুল হক। মোঃ মনিরুল ইসলাম। মোঃ আলী আক্কাস। আবদুর রহমান, এম মোসলেহ উদ্দিন বাহার,বন্দর থানা সভাপতি মো : মনিরুল ইসলাম সহ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনায় প্রধান অতিথি বলেন, এই শহর আপনার আমার এই শহরকে সুশৃংখল ও যানজট মুক্ত পরিবেশের আওতায় রাখা আপনার আমার দায়িত্ব।
প্রধান বক্তা সিদ্দিক মিয়া বলেন, আমাদের গাড়ি চলাচলে প্রতিনিয়ত হেনস্তার শিকার হতে হয়। আমরা পুলিশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের গাড়ি সমূহ নিয়ম তান্ত্রিকের ভিতরে চলাচলে কোন ধরণের অবৈধ হস্তক্ষেপ করা না হয়।অন্যান্য নেতৃবৃন্দর বক্তব্যের পরনবগঠিত কার্যকরী কমিটির নাম পেশ করা হয়। সভাপতি: মোঃ জসিম উদ্দিন। কার্যকরী সভাপতি: মোঃ ওসমান। সি: সহ সভাপতি: মোঃ সেলিম সহ সভাপতি: মোঃ সাইফু। সাঃ সম্পাদক: আবদুর মোনাফ (মুরাদ)। যুগ্ম সম্পাদক: সোহেল রানা। সহ সাঃ সম্পাদক: দেলোয়ার হোসেন। সহ সাঃ সম্পাদক, ফিরোজ। সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা। সহ সাংগঠনিক সঃ: মোঃ জামাল। সহ সাংগঠনিক সঃ: মোঃ রাসেল। অর্থ সম্পাদক: মঞ্জুর আলম। সহ অর্থ সঃ: জসিম উদ্দিন। সহ অর্থ সঃ: মোঃ ফোরকান। দপ্তর সম্পাদক: জিয়াউর রহমান। সহ দপ্তর সঃ: কামাল উদ্দীন। সহ দপ্তর সঃ: মোঃ ফারুক। প্রচার সম্পাদক: মোঃ সিদ্দিক। সহ প্রচার সঃ: সাইদুর রহমান মঞ্জু। সহ প্রচার সঃ: মোঃ আলাউদ্দীন। লাইন সম্পাদক: মোঃ জাবেদ। সহ লাইন সঃ: মোঃ তারেক। সহ লাইন সঃ: মোঃ জুয়েল। আপ্যায়ন সম্পাদক: মোঃ শাহা আলম। সহ আপ্যায়ন সঃ: মনছুর আলম খোকন। ধর্ম বিষয়ক সম্পাদক: মো শাহাজান। সহ ধর্ম বিঃ সঃ: মোঃ সাহেদ। সিনিয়র সদস্য: মোঃ ঝিকু। সিনিয়র সদস্য: মোঃ মনির। সিনিয়র সদস্য: আলাউদ্দিন। সদস্য: মোঃ সোহেল। সদস্য: ইমতিয়াজ। সদস্য: মোঃ নিলয়। সদস্য: মোঃ মনছুর। সদস্য: আসলাম সহ মোট ৩৫ বৈশিষ্ট্য কমিটির অনুমোদন দেওয়া হয়।