ডেস্ক বার্তা :
“আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা””
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়–
আজ জন্ম দিন তোমার…
হ্যা আজ বানারীপাড়া উপজেলা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি আজ শুভ জন্মদিন। আজকের এই দিনে মা বাবা কোল জুড়ে পৃথিবীর আলো দেখে মুক্তা। মা বাবার মুখ উজ্জল করে পৃথিবীতে বেড়ে ওঠা এই মাইদুল ইসলাম রনি সকলের কাছে দোয়া চেয়েছে। হাটি হাটি পা পা করে মুক্তা আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মানবতার স্বেচ্ছাসেবক হয়ে কাজ করে যাচ্ছেন। সে যেন সবার মুখ উজ্জল করে বাবা মাকে যেন সুখ ও শান্তিতে ভরে দিতে পারে সেই আর্শীবাদ ও দোয়া চেয়েছেন।