ডেস্ক নিউজ :
সংগঠনের বর্তমান সভাপতি মাহবুব দেওয়াননের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক সফিকুল আলম সবুজের পরিচালনায় গত ৪/০২/২২ ইং শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলওয়ে ক্যান্টিনে এ শীতকালিন এক ভোজ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রতিষ্ঠাকালীন আহবায়ক এম মোসলেহউদ্দিন বাহার, প্রতিষ্ঠাতা সদস্য আবু হানিফ, মাকসুদের রহমান, সাবেক সভাপতি নাবির আহমেদ লিটন, সাবেক সভাপতি হাবিবুর রহমান, রাসেল ফরাজি (সাবেক সিনিয়র সহ সভাপতি) ও বর্তমান কার্যকরী নেতৃবৃন্দ সহ সাধারণ সদস্যগণ উপস্তিতি ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনোজ কুমার দে, বিডিএফ চট্টগ্রাম সার্কেল এর যুগ্ম সাধারণ সম্পাদক মো : ওহিদুল ইসলাম , ভোলা জেলা সমিতি, চট্টগ্রাম (অঞ্চল নং ৫) এর সাাধারণ সম্পাদক ধইঞ্জিনিয়ার মো : নোমান,ওসান সিকিিউরিট সার্ভিস লি :এর চেয়ারম্যান মো : নিজাম হোসেন, কাজী এন্ড ব্রাদার্স এর প্রোপ্রাইটর মো : আলী এরশাদ সহ অন্যান্য অতিথিগণ।
চট্টগ্রাম বন্দর নগরীতে একের এক ভোলা থেকে আগত বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া ছাত্র -ছাত্রী দের জন্য মানবিক কাজ করে যাচ্ছে ভোলা জেলা ছাত্র ফোরাম।তার উজ্জ্বল দৃষ্টান্ত নগর পথ শিশুদের নিয়ে শীত কালীন এ ভোজ। সাবেক ও বর্তমান নেতৃবৃন্দর উপস্তিতিতে প্রোগ্রাম টি এক মিলন মেলায় রুপান্তরিত হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক নেতৃবৃন্দ, অতিথি ও বর্তমান নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন –
ভোলা জেলা ছাত্র ফোরাম সকলের সহযোগিতায় এগিয়ে যাবে বহুদুর। এটি ভোলা জেলার সকল ছাত্র ছাত্রীদের ফ্লার্টফর্ম।
নতুন কোন ছাত্রছাত্রী ভাই-বোন যদি চট্টগ্রামে আসেন তাহলে ভর্তি সংক্রান্ত যে কোন প্রকার তথ্য লাগে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগীতা করবো ইনশাআল্লাহ।