মো : মিজানুর রহমান এর পরিচালনায় বন্দর নগরী ইপিজেড থানাধীন বন্দর টিলা ইসলাম প্লাজার( মুন বেকারির) ৩য় তলায় একাডেমি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।কো – অর্ডিনেটর হিসেবে মো : আজিজুর রহমান, গান পরিচালনায় ছিিলে নমো : লোকমান। ২৬ শে মার্চ ২০২১ থেকে শুরু হয়ে ৪ জন শিক্ষার্থী কে প্রতিষ্ঠিত করেছেন, যারা বিভিন্ন এস্টেজে প্রোগ্রাম করে থাকেন, এছাড়া ১১-১৫ জন শিক্ষার্থীর কোর্স চলমান আছে বলে জানান পরিচালক মিজানুর রহমান। এভাবে প্রতিষ্ঠান টি চলতে থাকলে শিল্প সংস্কৃতিতে অসংখ্য মানুষ সফলতা পাবে বলে তিনি মনে করেন।ভালো শিল্পী গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠান টি বিভিন্ন ধাপে ক্লাসিকাল, কমার্শিয়াল, কীবোর্ড, অক্টোপ্যাড, হারমোনিয়াম, তবলা ও গিটার সহ অন্যান্য শিল্প- সস্কৃতিক বিষয়ক কোর্স পরিচালনা করে থাকেন।