ডেস্ক নিউজ::
গত ১৫ ফেব্রুয়ারী ইপিজেড থানার বন্দরটিলায় সিয়াম (১৪) নামের ৯ম শ্রেণির এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রতিবেশীর সূত্রে জানা গেছে।
নিহত সিয়াম (১৪) ৩৯নংদক্ষিণ হালিশহর ওয়ার্ড( বন্দরটিলাস্থ) আয়েশার মার গল্লির বাহালুল হকের ছেলে। সে নবম শ্রেণীর ছাত্র বলেও জানা গেছে। গতকাল (১৪ ফেব্রুয়ারি) সোমবার রাত ১১ টায় আয়েশার মার গল্লির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে ।
নিকটস্থ ইপিহেড থানা পুলিশ জানায়, গতকাল ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে সিয়াম কে তার পিতা বাহালুল হক ওষুধ কিনে আনতে বলেন। নির্দিষ্ট ওষুধ না এনে বেশি দামে অন্য কোম্পানির ওষুধ আনায় বাবা তাকে বকাঝকা করে।
পরে সে নিজের কক্ষে ঢুকে দরজা ভেতর থেকে আটকে দেয়। রাত ১১ টার দিকে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে তার মা এবং প্রতিবেশিরা দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সাথে গামছায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে থানার ডিউটি অফিসার জানিয়েছেন।