বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরালি গণহত্যার প্রতিবাদ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোখতার আহম্মেদ এর শেষ কর্ম দিবস উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান: জেলা প্রশাসক জনাব ফরিদা খানম কোরিয়ান ইপিজেড (KEPZ) কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ (দুই হাজার চারশত তিরাশি) একর জমির দলিল হস্তান্ত করেন: রহমান আদর্শ শিক্ষালয়’র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এস এস সি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন : সানমুন আইডিয়াল স্কুল’র ঈদ পুনর্মিলন শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্লিন, গ্রিন, হেলদি চট্টগ্রাম গড়ার প্রত্যাশা মেয়রের “মফিজুর রহমান আশিকের উদ্যোগে বাঁশখালীর সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের সমন্বয়ে ইফতার মাহফিল সম্পন্ন “ তজুমদ্দিনে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাত আটক ইফতার ও দোয়ার আয়োজন

বই বিনিময়ের নতুন দিগন্ত: বাংলাদেশের প্রথম ‘বুক এক্সচেঞ্জ কর্ণার’ উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১১.২১ এএম
  • ৪০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বই বিনিময়ের নতুন দিগন্ত: বাংলাদেশের প্রথম ‘বুক এক্সচেঞ্জ কর্ণার’ উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রামে বইপ্রেমীদের জন্য এক অনন্য উদ্যোগ হিসেবে আজ উদ্বোধন হলো ‘বুক এক্সচেঞ্জ কর্ণার’। ক্লিন বাংলাদেশ-এর উদ্যোগে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং অন্ত্যমিল প্রকাশনীর তত্ত্বাবধানে জামালখান খাস্তগীর স্কুলের সামনে এই কর্ণার চালু হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে যেমন সচেতনতা প্রয়োজন, তেমনি মানুষের চিন্তাধারা বিকাশে বইয়ের গুরুত্ব অপরিসীম। ক্লিন বাংলাদেশ-এর এই উদ্যোগ বইপ্রেমীদের মধ্যে পাঠচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।“এই উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে। এখানে আমি একটা বই নিব, বইটি এখানে আমার পড়া হয়ে গেছে সেই বইটি আমি নিজে নিজেই এখানে জমা দিব এবং নতুন একটি বই নিয়ে যাব। আমরা সততার মাধ্যমে এই কাজটি করবো। স্ক্যান কোডের মধ্যে দিয়ে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে কোন বইটি আপনি নিচ্ছেন কোন বইটি রেখে গেছেন সবকিছু এই স্ক্যান কোডের মাধ্যমে অনলাইনে সেটা যুক্ত হয়ে যাবে। আপনি কোন বই ডোনেট করতে চাইলে সেটাও ডোনেট করতে পারছেন। পড়াশোনার কোন বিকল্প নেই। আমাদের যে পবিত্র কোরআন যেটা আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নাজিল হয়েছিল সেখানের প্রথম বাক্য ছিল ‘পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে ‘। কারণ পড়ার কোন বিকল্প নেই। আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পড়াশোনা করতে হবে। আমি মনে করি পড়াশোনা জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং পড়াশোনা করে আলোকিত সমাজ, আলোকিত মানুষ, আলোকিত রাষ্ট্র আমাদের করতে হবে।”অনুষ্ঠানে ক্লিন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি বলেন,
“এই বুক এক্সচেঞ্জ কর্ণারে সততার ভিত্তিতে বই বিনিময় করা যাবে। একটি বই রেখে আরেকটি বই নেওয়ার মাধ্যমে একজনের জ্ঞান অন্যের কাছে পৌঁছাবে। সততাই হবে এই উদ্যোগের মূল চালিকা শক্তি।”অন্ত্যমিল প্রকাশনীর তানভীর রিসাত বলেন,ছাত্রজীবন থেকেই বই নিয়ে কাজ করছি। বই পড়া এবং অন্যকে বই পড়তে দেওয়ার আনন্দ সত্যিই অন্যরকম। এই কর্ণার পাঠকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
উদ্যোক্তারা জানান, এই বুক এক্সচেঞ্জ কর্ণারটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পাঠকেরা এখানে এসে স্বেচ্ছায় বই রেখে অন্যদের পড়ার সুযোগ করে দিতে পারবেন। কিউআর কোড স্ক্যান করে সহজেই বুক এক্সচেঞ্জের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। বই পড়ার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নগরবাসীর মধ্যে দারুণ সাড়া ফেলবে বলে আয়োজকরা আশাবাদী।
এসময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, প্রণব কুমার শর্মাসহ ক্লিন বাংলাদেশের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com