মানব সময় ডেস্ক :
নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয় ২০ জানুয়ারি, সোমবার। নগরের কদম মোবারক¯’ পত্রিকার কার্যালয়ে নারীকণ্ঠ-র প্রধান সম্পাদক তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক শাহরিয়ার ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় শুভে”ছা বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক সালমা রহমান। প্রয়াত রম্যসাহিত্যিক ফাহমিদা আমিনের মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন নারীকণ্ঠ-র উপদেষ্টা ও চট্টগ্রাম লেডিস ক্লাব-এর প্রাক্তন সভাপতি জিনাত আজম। সাহিত্য আড্ডায় স্বরচিত লেখা পাঠে অংশ নেন নারীকণ্ঠ-র উপদেষ্টা ও সদস্য সালমা রহমান, মহুয়া চৌধুরী, তহুরীন সবুর ডালিয়া, সুলতানা নুরজাহান রোজী, আখতারী ইসলাম, রোকসানা বন্যা, সাহানা আকতার বীথি, জুবিলি রহমান, আসরাফুন্নেসা, শর্মিষ্ঠা চৌধুরী, কানিজ ফাতেমা লিমা। নিজের অনুভূতি ব্যক্ত করেন মমতাজ আকতার।