মাহমুদ হায়দার জীবন :
গত ২৫শে নভেম্বর সোমবার রাতে টেকপাড়া সার্বজনীন নব নির্বাচিত পঞ্চায়ত কমিটি ২০২৪এর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য ফকিরপাড়া পঞ্চায়ত প্রধান বাবু মনরঞ্জন দাশ, মাইজপাড়া সমাজ উন্নয়ন কমিটির পঞ্চায়ত প্রধান বাবু নেপাল দাশ, পূর্ব মাদারবাড়ী পঞ্চায়ত প্রদান বাবু সুবল চন্দ্র দাশ, শাহাজীপাড়া সমাজ উন্নয়ন কমিটির সর্দার বাবু মিন্টু দাশ, ১ম নোয়াপাড়ার সর্দার বাবু অনিল দাশ, কুঞ্জবিহারী দাশ, বাবু তারাপদ, ২য় নোয়াপাড়ার সর্দার দোদুল দাশ, ১নং নোয়াপাড়ার পক্ষে বাবু শিলন দাশ, কলাবাগিছার সর্দার বাবু প্রবীর দাশসহ আরো অনেকেই।
পরে টেকপাড়া সার্বজনীন নব নির্বাচিত পঞ্চায়ত কমিটি ২০২৪এর সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
কমিটির সদস্যরা হলেন , প্রধান উপদেষ্ঠা বাবু সুনীল দাশ, উপদেষ্ঠা বলরাম দাশ, উপদেষ্ঠা নারায়ন দাশ,উপদেষ্ঠা চন্দ্রমোহন দাশ, উপদেষ্ঠা সমীরন দাশ।