সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
অদ্য১৬ই অক্টোবর, ২০২৪ তারিখ, রোজ বুধবার । জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্রগ্রাম মেট্রপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে বন্দরনগরীর ‘জামালখান রোড’ এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, ঔষধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে উক্ত এলাকার সাদিয়া’স কিচেন’ নামক রেস্টুরেন্টে খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা ভাত, গ্রীল, ও বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করা মুরগির মাংশ সংরক্ষণ করায় ১,০০,০০০/-টাকা অর্থদণ্ড করা হয়। পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্য কেটে অধিক করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় ‘রাতুল ড্রাগ হাউস’ কে ১৫,০০০/- ও ‘নিউ মনিষা ফার্মেসি’ কে ৩০০০/- টাকা জরিমানা করা হয়।
৩টি প্রতিষ্ঠানে মোট ১,১৮,০০০টাকা জরিমানা আরোপসহ আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায়: জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), নাসরিন আক্তার ( সহকারী পরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক)
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।