সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
৭ই অক্টোবর ২০২৪ তারিখ, রোজ সোমবার । জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক সিএমপি পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে উক্ত বাজারে’রহমানিয়া দরবার শরীফ ডিমের আড়ত’ নামক প্রতিষ্ঠানে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ১০০০০/-টাকা জরিমানা আরোপ করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় আবুল খায়ের স্টোরে ৪০০০টাকা, নাসির ট্রডার্সে ৪০০০/-টাকা এবং মোতালেব মিয়ার দোকানে ২০০০/-টাকা জরিমানা করা হয়
৪টি প্রতিষ্ঠানে মোট ২০,০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায়: জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), নাসরিন আক্তার ( সহকারী পরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক, জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক) ।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।