বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেয়র ডা. শাহাদাতের অর্জন: বন্দর থেকে ১০০ কোটি টাকা পেল চসিক বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি শুধু শেখ হাসিনা নহে সব লীগেই লুটপাটের সাথে জড়িত: ইপিজেডে থানা ৩৯ প্রশাসনিক ওয়ার্ড এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানার আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে গণসংযোগ পক্ষ শুরুর ঘোষণা : বাগেরহাট জেলা ফোরাম- চট্টগ্রাম’র আহবায়ক কমিটি গঠন সম্পন্ন বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরালি গণহত্যার প্রতিবাদ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোখতার আহম্মেদ এর শেষ কর্ম দিবস উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান: জেলা প্রশাসক জনাব ফরিদা খানম কোরিয়ান ইপিজেড (KEPZ) কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ (দুই হাজার চারশত তিরাশি) একর জমির দলিল হস্তান্ত করেন: রহমান আদর্শ শিক্ষালয়’র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এস এস সি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন :

৫০ ঊর্ধ্বে কফি হাউজের শেষ বেলা ঈদ পূর্ণ মিলনীর সভা করা হয়েছে

  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪, ৬.৪৬ পিএম
  • ১৩৮ বার পঠিত

ফাতেমা আক্তার মাহমুদা, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা একটি মানবিক,অসাম্প্রদায়িক,অরাজনৈতিক,ধর্ম নিরপেক্ষ,প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত মননশীল পরিবর্তন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

,চৌরঙ্গী পার্ক,বরফকল, ২০২৪ নারায়নগঞ্জ বৃহস্পতিবার ০৯,০৫,২০২৪ তারিখ সন্ধ্যা ৬.৩০ মিনিটে) আয়োজন করেন

এই সময় প্রধান সভাপতি সভাপতি : মোঃ শাহ্ আলম বলেন
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা
সূধী সন্মানিত মহোদয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠন এর পক্ষ থেকে।
সকলের একাত্ম প্রচেষ্টা কে আমরা আমাদের সাংগঠনিক সমৃদ্ধতার মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত করে,মননশীল পরিবর্তনে নতুন পৃথিবীর স্বপ্ন গড়বো।
আসুন আমরা বর্তমান তিব্র গরম দাহ থেকে মুক্তির জন্য,মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেনো-সবাই কে স্বস্তি দান করেন, আমিন।

,
আজ ০৯,০৫,২০২৪- মে মাস বৃহস্পতিবার বিকেল ৫,৩০ মিনিটে সংগঠনের এক জরুরী ও ঈদ পূর্ণ মিলনীর সভা আহবান করা হয়েছে।
উক্ত সভায় আপনার গুরুত্বপূর্ণ তত্ত্ব বিষয়ক আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ করে । সভায় নির্ধারীত সময়ে উপস্থিত হয়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে আপনার স্বদিচ্ছা জ্ঞাপন করে কৃতজ্ঞ করেন।
সভার আলোচ্য বিষয়ঃ
০১। সাধারণ সদস্যর অনুমতি ক্রমে সভা
আহবান।
০২। কোরআন থেকে তেলওয়াত।
০৩। শপথ বাক্য পাঠ।
০৪। জাতীয় সংগীত পাঠ।
০৫। স্বাগতিক বক্তব্য
০৬। গত অনুষ্ঠানের,ইফতার মাহফিলের মুল্যায়ণ
( উন্মুক্ত।)
০৭। নতুন কমিটির নাম প্রস্তাবনা ও স্থায়ী করণ।
০৮। পূর্ণাঙ্গ স্থায়ী কমিটির,(নবীন বরণ)
অভিষেক সংক্রান্ত আলোচনা।
০৯। অভিষেক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি
ও আহবায়ক কমিটি গঠন। ২০২৪
১০। নতুন কমিটির মূল্যায়ণে উন্মুক্ত আলোচনা।

বিঃদ্রঃ : যে সকল সদস্যগন ফর্ম নিয়েছেন,সাথে
করে ফর্ম ও পাসপোর্ট সাইজের ছবি
ও ভোটার আইডি কার্ডের ফটো কপি
সাথে করে নিয়ে আসবেন।
যে সকল সদস্যরা ফর্ম পাননি আপনারা
সকলেই পাসপোর্ট সাইজের ছবি ও
ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে
করে নিয়ে আসার জন্য অনুরোধ
রহিলো।

অনুগ্রহ করে মিটিং এ যে সকল সদস্য সদস্যা উপস্থিতে এ কথা বলেন।

এত সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম আরজু, আবু কালাম,, জাকারিয়া, খোকন, সুমি, ফাতেমা আক্তার মাহমুদা ইভা, সাগর, উজ্জল, অতিথি হাসনা, ফাহমিদা, অনেক কবিরা, অনেক ব্যবসায়ীক,,টঙ্গী পার্কের ম্যানেজার মামুন, প্রমূখ্য ব্যক্তি ছিলেন। আলোচনার শেষে গানের আড্ডা দিয়ে গানের আড্ডা দিয়ে শুরু চাইনিজ খাবার শেষ করে শেষ মুহূর্তটা কফি দিয়ে ফিনফিন হয় তারপর হাসিমুখে ৫০ ঊর্ধ্বে কফি হাউজের সবাই একসাথে ছবি তোলা হয়।

সন্মানিত মহোদয় ৫০ ঊর্ধ্বে কফি হাউজের সাধারণ সভার সময় সূচী ও স্থান বিশেষ সমস্যার কারণে পরিবর্তন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com