মানব সময় ডেস্ক :
গত ১৮/০৩/২৪ ইং বিকেল ৪.২০ ঘটিকায়
বন্দর নগরী ইপিজেড থানাধীন আমির সাধু বাড়ির রোড (ব্যাংক কলোনি) সোনা মিয়া সওদাগর বাড়িতে অবস্থিত নূরুল কোরআন আল – ইসলামিয়া মাদ্রাসা অফিস রুম থেকে একটি ল্যাপটপ চুরি হয়। মাদ্রাসার সিসি ক্যামেরায় চোরের আকৃতি দেখা গেলেও এখনো কেউ সনাক্ত করতে পারেন নি।
প্রতিষ্ঠাতা পরিচালক মাও: ক্বারী আব্বাছ উদ্দিন বলেন ১৫ /২০ মি. এর ব্যাবধানে ল্যাপটপ টি চুরি হয়। আমি অফিস রুম থেকে পাশের ৩য় তলায় হেফজখানায় গেলাম আর আসলাম এর মধ্যে ই ল্যাপটপ টি নিয়ে হাতে করে চলে যায়।