নিজস্ব প্রতিবেদক,মানব সময় :
চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের রত্নপুরের মোহাম্মদ মুফিজুর রহমানের ২য় ছেলে মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে একই ইউনিয়নের একই গ্রামের চাঁদার বাড়ীর মোহাম্মদ হোসাইন সওদাগর এর তৃতীয় সন্তান ও প্রথম কন্যা বিবি জয়নবের বিবাহের পবিত্র আকদ অনুষ্ঠান ১১/১/২৪ তারিখ রোজ বৃহস্পতিবার বাদে যোহর চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ১০ নং রোড, ইয়াকুব নগর আব্দুল হালিম দোভাষীর বাসভবনে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে আয়োজিত হয়েছে।
সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠিতা, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছূফি ছৈয়দ জাফর শাহ (মাঃ) এর অনুমতিক্রমে ও দোয়া নিয়ে পবিত্র আকদ অনুষ্ঠানে ইসালামী শরিয়াহ মোতাবেক পবিত্র আকদের খুতবা, ইজাব-কবুল পাঠ সহ দোয়া-মোনাজাত করেন ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের এর মহাসচিব, আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিম আল্লামা জয়নুল আবেদীন জুবাইর (মা:) এবং সাইফুল-জয়নবের নিকাহ রেজিষ্ট্রেশন করেন ওয়াইছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও কাজী সাহেব মৌলানা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ (মাঃ)।
উক্ত পবিত্র আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরপক্ষ অভিভাবক ছূফিতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্র এর সাধারণ সম্পাদক হাকীম মৌলানা মুহাম্মদ ইকবাল ইউসুফ (মাঃ)। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)র কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক চট্টগ্রাম দরবার শরীফের খলিফা ছূফি ছৈয়দ ছরোয়ার আলম শাহ মিডু (মাঃ)।
এতে বরপক্ষে উপস্থিত ছিলেন বরের পিতা মুহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ লেদু মিয়া, আজিজ আহমদ,কোরবান আলী, দিদারুল আলম,হাফেজ বোরহান, হাফেজ বেলাল, এইচ এম মুজিবুল হক শাকুর,এম ওয়াহেদ মুরাদ, কাজী মুহাম্মদ মুফিজুর রহমান মুহাম্মদ মনসুর আলম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ (আইসিটি প্রভাষক), ইংরেজি প্রভাষক মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাজ্জাদ উল্লাহ চৌধুরী, মোহাম্মদ আনছার, ছাবের আহমদ, সারওয়ার আলম, হাফেজ মুহাম্মদ ওয়াকিল, মোঃ নাসির, আব্দুল মালেক, আবুল কালাম, আব্দুল হামিদ, মারুফ সহ অন্যান্য।
কনেপক্ষে উপস্থিত ছিলেন কনের পিতা মোহাম্মদ হোসাইন, চাচা মাস্টার ফোরকান আহমদ, মাস্টার মোস্তফা আলী,রুহুল কাদের,সিহাব উদ্দীন,মাস্টার জসিম, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ মিনহাজ, বাদশাহ মিয়া, মোহাম্মদ ফাহিম সহ আরও অনেকে।
অতঃপর বরপক্ষ ও কনেপক্ষের দায়িত্বশীল স্বাক্ষীগন ও উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৮ লাখ টাকা কাবিন বাবৎ নির্ধারন করে ৩ লাখ টাকা নগদ আদায়ের শর্তে ৫ লাখ টাকা বাকি রেখে সরকারী নিকাহ রেজিষ্ট্রেশন খাতায় নতিযুক্ত করে কাজী মুহাম্মদ আবু ছালেহ (মাঃ)।
পরিশেষে চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছূফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ) এর পক্ষ হতে উভয়পক্ষের জন্য খাবারের আয়োজনের মাধ্যমে পবিত্র আকদ অনুষ্ঠানের সমাপ্তি হয়।