সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ডাবলমুরিং ও ৩৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আগ্রাবাদস্হ দ্যা ভিলেজে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সদস্য কামরুন নাহার বেবীর সভাপতিত্ব এবং নগর মহিলা আওয়ামীলিগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুখ সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।
প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বাংলাদেশ আওয়ামীলীগের আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান,
বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াস, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ,৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মোহাম্মদ এসকান্দর মিয়া, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজ মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন ফারুক- ইপিজেড থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, আজাদ হোসেন রাসেল, শিকড় ফাউন্ডেশনের সহ-সভাপতি- মোহাম্মদ আলী ও যুগ্ম সম্পাদক উত্তম শীল, ৩৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি ফারজানা শিরীন মুন্নি, তাহমিনা বেগম, স্বপ্না বেগম, হাফিজা হেলাল, আফরোজা খানমসহ প্রমুখ।
অনুষ্ঠানে কামরুন নাহার বেবী আহবায়ক ও মর্জিনা আফরোজ কে যুগ্ম আহবায়ক এবং জিন্নাত বেগম কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যের ডবলমুরিং থানা কমিটি ঘোষনা করা হয়।
৩৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের তানজিন আরা আহবায়ক ও রোজিনা আক্তার কে যুগ্ম আহবায়ক এবং নুর জাহান কে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।