মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম ইপিজেড থানার আকমল আলি রোডস্থ পকেট গেটে ছেলের হাতে বাবা খুন!
ছেলে বাবাকে কেটে টুকরো টুকরো করে এক ভাগ ফেলে আকমল আলী খালে আর এক ভাগ বোর্ড ক্লাবের পাশে ১২ নং ঘাটে বড় লাগেজে করে ফেলে আসে।
নিহত হাসান (৬০) এর বাড়ি বাঁশখালী। তিনি দীর্ঘ সময় প্রবাস ছিলেন এছাড়া পরিবার হতেও দীর্ঘ ২৮ বছর নিখোঁজ থাকার পর পরিবারে ফিরে আসেন। পরবর্তীতে পরিবার তাঁর সম্পত্তির অংশ স্ত্রী পুত্রের নামে লিখে দিতে বললে সে অস্বীকৃতি জানায়। ফলে চট্টগ্রামের আকমল আলী রোড পুত্রের বাসায় বেড়াতে এলে তাঁদের মাঝে ঝগড়া হয় ফলে আপন স্ত্রী, দুই সন্তান ও পুত্রবধূ মিলে হাসানকে খুন করে লাশে ৮ টুকরো ১২ নং ঘাট এবং মাথা ও বুকের অংশ আকমল আলীর খালে ফেলে দেয়। বর্তমানে জড়িতদের একাধিক গ্রেপ্তার হয়েছে।