নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ||
চট্টগ্রামের সাবেক ক্রীড়াবিদ ও পুলিশের উপ- পরিদর্শক(এস আই) মোঃ শফিক উদ্দিন এর ভাইয়ের মেয়ে আঁখি’র বিবাহ অনুষ্ঠানে দক্ষিণ হালিশহর চেস ক্লাব, হালিশহর একাদশ ফুটবল একাডেমির জুনিয়র টিম, বাংলাদেশ সাংবাদিক ক্লাব-চট্রগ্রাম , একাদশ ক্লাবের পরিচালক,এস এস সি ব্যাচ-৯৩, পুলিশ ব্যাচ-১১তম, মেরিনার্স কর্মকর্তা পরিষদ,ডিএমসিসি, গাউছিয়া কমিটি বাংলাদেশ ৩৯নং ওয়ার্ড, মসজিদ পরিচালনা কমিটি,সি, ইউনিট আঃ লীগ নেতৃবৃন্দ, সাবেক রাসেল স্মৃতি সংসদ নেতৃবৃন্দ,বন্দরটিলা নবচেতনা ক্লাব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মহতী অনুষ্ঠানে স্বক্রিয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান টি পতেংগাস্থ এলিট হলে শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।