এম সফিকুল ইসলাম : ব্যাপক উৎসাহ উদ্বিপনার মধ্য দিয়ে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ২০২২ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বুধবার ২ নবেম্বর সকাল ১১টায় ওই কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন, চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রব মিয়া, চেয়ারম্যান শফিউল্ল্যাহ হাওলাদার, চরকলমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার মাস্টার, চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সোহাগ, চরকলমী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, রুহুল আমীন হাওলাদার,উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালেহ উদ্দিন, চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ ও নুরুল আমিনসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলেজের এইচএসসি পরীক্ষা এবং অধ্যায়ন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।