মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বগুড়া শেরপুর সীমাবাড়ী সেতেরা রব্বানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির পরীক্ষার্থী রাস্তা পারাপারে এক মহৎ উদ্যোগ ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ সহ অন্যান্য দাবি তে আগামীর ভোলা ব্যানারে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে পদ্মা উঠলো মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ জামায়াতের উদ্যোগে চট্টগ্রামের বির্জাখাল খনন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডা. মামুনুল ইসলাম চৌধুরীর মায়ের জিয়াফত অনুষ্ঠান সম্পন্ন : পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানো শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন সিএমপি কমিশনার ফিলিস্তিনের পক্ষে বাগেরহাট জেলা ফোরাম,চট্টগ্রাম’র উদ্যোগে ইসরাইলের বিরুদ্ধে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত: দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ- কমিটি গঠন: চেয়ারম্যান রাসেল, টিম ম্যানেজার বাবলা মেয়র ডা. শাহাদাতের অর্জন: বন্দর থেকে ১০০ কোটি টাকা পেল চসিক বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি

৫ম মানবিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ‘রঙিন ঘুরি ফাউন্ডেশন’

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১১.৪৭ এএম
  • ২৫৩ বার পঠিত

ডেস্ক নিউজ:
বন্দরনগরী চট্টগ্রামের জেলা-উপজেলায় সফলভাবে ০৪ টি মানবিক প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় আবারও ৫ম মানবিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার নগরীর বায়জিদ থানাধীন রৌফাবাদাস্থ ছাদেকিয়া ছত্তারিয়া সুন্নীয়া নুরানি একাডেমিতে মানবিক উপহার সামগ্রী এবং মধ্যাহ্নভোজ নিয়ে হাজির হয়েছে “রঙিন ঘূড়ি ফাউন্ডেশন” পরিবার।

এই মানবিক প্রকল্পের আওতায় উক্ত প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩৮ জন আর্থিকভাবে অস্বচ্ছল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তাঁদের চাহিদা মোতাবেক বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং প্রতিষ্ঠানটির নিত্যপ্রয়েজনীয় জিনিসপত্র উপহার হিসেবে বিতরণ করা হয়।

সংগঠনের সদস্যদের ব্যক্তিগত পরিকল্পনা এবং সাধ্যমত সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় আর্থিকভাবে অস্বচ্ছল, দরিদ্র মানবতাকামী অবহেলিত জনগোষ্ঠী, পথশিশু সহ সকলের পাশে থেকে বিভিন্ন মানবিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানবতার জয় নিশ্চিত করা-ই এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েন আয়োজকরা।

আর্থিক টানাপোড়নে শিক্ষার আলো থেকে বঞ্চিত কিছু অবহেলিত কোলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার দায়িত্ব পালন করার লক্ষ্যে নিজস্ব তাগিদে বিগত ২০২১ সালের মাঝামাঝি সময়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এলাকার দু’জন উদ্যোমী যুবক এবং একটি পরিত্যক্ত খোলা জায়গায় জ্বালাতে শুরু করেন শিক্ষার প্রাথমিক আলো। সে থেকে আজ-অব্দি জরাজীর্ণ প্রাতিষ্ঠানিক দৈন্যতা এবং নানাবিধ সংকটে চলছে তাদের আলোকিত প্রচেষ্টা। বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি হওয়ায় তাঁদের সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রয়োজনও তীব্র হচ্ছে প্রতিনিয়ত।
তাই কেবলই ব্যক্তিগত মহৎ উদ্যোগে সামাজিক দায়বদ্ধতায় গড়ে উঠা জীর্ণ-শীর্ণ এই প্রতিষ্ঠানের প্রয়োজনে “রঙিন ঘূড়ি ফাউন্ডেশন” সামাজিক সংগঠনটি সামান্য অবদান এবং উৎসাহ দেয়ার চেষ্টা করেছে।

দেশবন্ধু, শিক্ষানুরাগী, দানবীর, মানবিক সংগঠন, সমাজ, রাষ্ট্র তথা সকলেরই এইসব আলোকবর্তিকাদের পাশে থাকার আহ্বান

উক্ত অনুষ্ঠানে এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গের পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ আলম চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা- মোঃ আফাজ উদ্দিন আসীফ, মোঃ সফিকুল ইসলাম বাবু এবং কার্যনির্বাহী সদস্য – মোঃ রিপন সহ সাধারণ সদস্য মোঃ খলিল এবং স্টিভেন ডায়েজ উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মোঃ রকি এবং প্রধান শিক্ষক মোঃ সোহেল রেজা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com