ইসরাফিল নাঈম, নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। তারা আন্দোলনের নামে অরাজগতা সৃষ্টি করছে। বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার ডাকে যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে সর্বদা প্রস্তুত রয়েছে ছাত্রলীগ।
আজ রবিবার দুপুর ১২টায় ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে ছাত্রলীগ চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইচা ও দুলারহাট থানা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকল প্রতিকূলতা মোকাবেলা করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকায় বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল আজ বাংলাদেশ। অভূতপূর্ব উন্নয়নের কারণে দেশের জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা ধরে রাখবে।