মো.শফিকুল ইসলাম,চট্টগ্রাম:
সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলায় হয়রানি ও চুয়াডাঙ্গায় দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শামীম রেজাকে কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও তার সহচর দ্বারা হেনস্তা এবং সারা দেশে সাংবাদিক হত্যা,নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক বৃন্দ। এসময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একাত্মতা পোষণ করেছে। মানববন্ধনে সাংবাদিক শামীম রেজাকে হেনস্তাকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে বরখাস্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সাংবাদিক শামীম রেজার হেনস্তাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে চট্টগ্রাম থেকে সাংবাদিক সমাজ সারাদেশে বিভিন্ন কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন। বক্তারা আরো বলেন, দৈনিক সকালের সময় পত্রিকায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম দুর্নীতি নিয়ে তথ্য ভিত্তিক ধারাবাহিক সংবাদ প্রকাশ করে পত্রিকাটি সাহসীকতার পরিচয় দিয়ে আসছে। উক্ত পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অপচেষ্টা করেও কলম বন্ধ করতে পারেনি। চট্টগ্রামেও সকালের সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও ব্যর্থ হয়েছে কুচক্রী মহল। দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টুর সভাপতিত্বে শনিবার (৬ আগস্ট) সকাল ১১টায় নগরীর চেরাগী চত্বরে মানববন্ধন আমাদের নতুন সময় চট্টগ্রামের সিনিয়র রিপোর্টার রিয়াজুর রহমান রিয়াজের সঞ্চালায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান দৈনিক আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ, দৈনিক নয়া দিগন্ত স্টাফ রিপোর্টার ওমর ফারুক, নিউজ গার্ডেন সম্পাদক কামরুল হুদা,সাপ্তাহিক পূর্ববাংলা সম্পাদক এম আলী হোসেন, দৈনিক আজকের বিজনেজ বাংলাদেশ ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, দৈনিক পূর্বকোণ সহ সম্পাদক রাজীব রাহুল, দৈনিক বাংলাদেশ সমাচর বিভাগীয় প্রধান আব্দুল মতিন চৌধুরী রিপন, দৈনিক যায়যায় কালের স্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম,সাংবাদিক নুরুদ্দিন সাগর, এশিয়ান টিভির নিজাম উদ্দীন খান, সোহাগ আরেফিন, দৈনিক আমাদের চট্টগ্রাম প্রধান প্রতিবেদক মুজিব উল্যাহ তুষার, চট্টগ্রাম আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এড. সেলিম চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক আ ফ ম মোদাচ্ছের আলী, সাংবাদিক এম আর আমিন, মো. মোস্তফা জাহেদ, নেক্সাস টেলিভিশনের নাছির উদ্দীন, দৈনিক আমার সংবাদ চট্টগ্রাম ব্যুরো প্রধান মামুনুর রশীদ চৌধুরী, সি-চট্টলা টিভির মোহাম্মদ জোনাইদ, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দীন, দৈনিক অগ্নি শিখা ব্যুরো প্রধান স.ম জিয়াউর রহমান, দৈনিক বাংলাদেশের আলো ব্যুরো প্রধান জুয়েল বড়ুয়া, আনিস খোকন, কে এম রাজিব, বিপ্লব দাশগুপ্ত, মো. রফিকুল ইসলাম, মো. ইসমাইল, আরফাত ছিদ্দিকী, তৌহিদুল ইসলাম, মো. জুবাইর,আবদুল কাদের, মো. রফিকুল ইসলাম, শহিদুল হক ভূইয়া, বেলায়েত হোসাইন, বিপ্লব বড়ুয়া বিজয়, সুমন বড়ুয়া, ওসমান গনি, শেখ ফরমান উল্লাহ চৌধুরী, এতে জাতীয় ও স্থানীয় দৈনিক, টিভি চ্যানেল, অনাইলন টিভির চট্টগ্রাম অঞ্চলে কর্মরত সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন।