পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের সদর উপজেলার চাওয়াই নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে মো: নুরুল ইসলাম ( ৬০ ) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ( ১ আগস্ট ) দুপুরে উপজেলার ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়নের কাজী পাড়া মিলন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম কাজী পাড়া এলাকার মৃত শাখাত আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত সোমবার সকালে চাওয়াই নদীতে পাথর উত্তোলন করতে যান নুরুল ইসলাম। এসময় নদীতে আরো মানুষ পাথর উত্তোলন করতে ছিল। হঠাৎ নুরুল ইসলাম কে নদীতে দেখতে না পেরে সন্দেহজনক অবস্থায় নদীতে খুঁজাখুঁজি শুরু করে । একপর্যায়ে আধাঘন্টা পরে পানির নিচ থেকে পাথর শ্রমিকসহ স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন । পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার মাসুদ আনসারী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান । পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পঞ্চগড় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।