সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
গত ২৩-৭-২০২৫ খ্রি. রাত্রি ২২.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকশ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় কতিপয় ব্যক্তি চোরাই সিএনজি ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টিম চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ বাবর চৌধুরীর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে আসামী ০১। মোহাম্মদ আব্বাস (৩২), পিতা- মোঃ ইদ্রিস, সাং- তারাগঞ্জ, থানা-লালমোহন, জেলা- ভোলা ও ০২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মৃত নুরুল হক, সাং-কোরালিয়া, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা দ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে তিনটি চোরাইকৃত সিএনজি ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা সিএনজির বিভিন্ন ডকুমেন্ট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দেশের বিভিন্ন স্থান হতে চোরাই সিএনজি সংগ্রহ করে জনৈক কবির মিস্ত্রি, পিতা-অজ্ঞাত, সাং-জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম এর সহায়তায় সিএনজি অটো রিক্সার নকল ডকুমেন্ট এবং নাম্বার প্লেট জালিয়াতি করে চোরাই সিএনজি ক্রয়-বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ তাদের অন্যান্য অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।