মানব সময় ডেস্ক :
চট্টগ্রামে সিএমপি কমিশনার মোহাম্মদ হাসিব আজিজ বিপিএম এর সাথে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন রোল্যান্ড ফোর্বস এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের এক সৌজন্যে সাক্ষাৎ গতকাল সোমবার দুপুর ২টার সময় সম্পন্ন হয়েছে।
পুলিশ কমিশনার অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান। সাক্ষাৎকালে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির ,সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ব্রিটিশ কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।