মানব সময় ডেস্ক ::
ঢাকা, ২২ জুলাই, ২০২৫: গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, গত ২১ জুলাই, ২০২৫ তারিখে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বেশ কিছু নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেছে। এই হৃদয়বিদারক ঘটনায় টপ এক্সপ্রেস পরিবার গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
আমরা উপলব্ধি করি যে, এই দুর্ঘটনায় শুধু পরিবারগুলোই তাদের প্রিয় সন্তান হারায়নি, জাতিও হারিয়েছে তার উজ্জ্বল ভবিষ্যৎ। এই অপূরণীয় ক্ষতিতে আমরা নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীরতম সমবেদনা জানাচ্ছি।
এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং প্রার্থনা করি, পরম করুণাময় যেন তাদের এই শোক সহ্য করার শক্তি ও সাহস দান করেন।
শুভেচ্ছান্তে,
টপ এক্সপ্রেস পরিবার