মানব সময় ডেস্ক :
১২ জুলাই শনিবার ২০২৫ ইং বন্দর নগরী ইপিজেড থানাধীন আমির সাধু বাড়ি রোড, ব্যাংক কলোনি ইপিজেড, চট্টগ্রাম সমবায় সমিতি থেকে নিবন্ধিত ব্যবসায়ীদের সংগঠন একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর ত্রি- বার্ষিক নির্বাচনে দ্বীপ জেলা ভোলার এ দুই কৃতি সন্তান মো: মিজান ও মো: আবু জাফর সাধারণ সদস্যদের প্রত্যক্ষভোটে জয়লাভ করেন। ব্যাপক উতসাহ উদ্দিপনা প্রচার প্রচারণার মধ্য দিয়ে মো: মিজান কাঁঠাল প্রতীক নিয়ে প্রচার সম্পাদক পদে মো: আনোয়ার হোসেন এর আম প্রতীক এর সাথে ভোটে অংশ গ্রহণ করেন। এতে কাঁঠাল প্রতীক এ মিজান ৫৭ ভোট পেয়ে জয়যুক্ত হন। তাহার ব্যবসায় প্রতিষ্ঠান এর নাম ভোলা স্টোর। বিপরীতে মো: আনোয়ার হোসেন পান ৫৪ ভোট।
মো: আবু জাফর কলম প্রতীক এ ৫৪ ভোটে জয় যুক্ত হয়ে ২নং কার্যকরী সদস্য নির্বাচিত হন।
মো: মিজান ৩ নং ওয়ার্ড ৮ নং রামগঞ্জ ইউনিয়ন থানা লালমোহন জেলা ভোলার স্থায়ী বাসিন্দা। চট্টগ্রাম দীর্ঘ দিন ব্যবসা বানিজ্য ও ভোলা জেলা সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে জড়িত।
মো: আবু জাফর এর নিজ জন্মভূমি জাহানপুর, শশীভূষন, চরফ্যাশন ভোলা। একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচিত সকল কার্যকরী কমিটির সদস্যদের সাথে সমন্বয় করে তারা এ সংগঠন এর সদস্যদের আপদে – বিপদে পাশে থেকে উন্নয়নে কাজ করে যাবেন বলে আজকের মানব সময় ডেস্ক কে নিশ্চিত করেন। নির্বাচনে জয়লাভ লাভ করায় তারা নির্বাচন কমিশন, আহবায়ক কমিটি, নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য, সমবায় সমিতির অফিসারসহ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।