নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্য পরিচালনা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আবুল বাসার মজুমদারকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ২জুন) ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন নূর ইসলাম, কেন্দ্রীয় কার্য পরিচালনা পরিষদ চেয়ারম্যান আবুল বাসার মজুমদার, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মহাসচিব মোঃ ফারুক হোসেন, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক ও খুলনা বিভাগের বিষেশ দায়িত্ব প্রাপ্ত কার্য পরিচানা পরিষদের সদস্য লায়ন হেলাল উদ্দিন হিলু, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক ও বরিশাল বিভাগের বিষেশ দায়িত্ব প্রাপ্ত কার্য পরিচালনা পরিষদের সদস্য মোঃ মনিরুজ্জামান নির্বাহী পরিষদের আইন বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহিদুন্নবী বিপ্লব, নির্বাহী পরিষদ সদস্য মোঃ সারজুল হক শিমুল,কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ঢাকা জেলা সভাপতি হাসান আলী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সিদ্দিক আহমদ আতিক, চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি মোঃ বাবুল প্রমূখ।