মানব সময় ডেস্ক নিউজ :
বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন “ডাক দিয়ে যাই” চট্টগ্রাম অঞ্চলের উদ্দ্যেগে চট্টগ্রাম মহিলা কলেজ, এনায়েত বাজারে সংগঠনের চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক ও মহসিন কলেজের ভিপি জনাব পারভেজ খানের আয়োজনে ও সঞ্চালনায় ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠান উদযাপন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি জনাব টিপু সুলতান, প্রধান বক্তা ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক জনাব কাজী জাকির হোসেন, প্রধান আলোচক ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব জিৎ কর বাবু,
বিশেষ অতিথি ছিলেন আমানত উল্ল্যাহ মাসুম, সবুজ চৌধুরী, বিশ্বজিৎ মজুমদার, অর্থ সম্পাদক জনাব রুপম কান্তী, সভাপতির সাংগঠনিক সচিব হাসান খান, কেন্দ্রীয় সদস্য সুমন শেখ, কপিল উদ্দিন, জসিম মঞ্জু, শ্রম সম্পাদক শহিদুল, চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা জনাব মোঃ সোহেল খান, চট্টগ্রাম অঞ্চলের পদধারী সদস্য সাকিল,রসিদ, লিটন,ইমরান,রাসেল,আলী,আরিফরাজ,রুবেল হোসাইন নীল, রুবেল,সাইফুল,ইমন,দেলোয়ার,বলরাম,মেহরাজ,মান্না,নুর হোসেন,শরীফ,আরিফ,সাদিয়া, সুমু, রুপসা, রাবেয়া, শারমিন,রেবেকা প্রমুখ।
শুভাকাঙ্খী আইন কলেজের সহপাঠি ইফরানুল হক মিনু ও তাজুল ইসলাম দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার এবং বাহাদুর সুমন ও বাবলু,হাকিম স্যার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্টাডি সেন্টারের সংগঠনের প্রতিনিধি।
উক্ত অনুষ্ঠান সুন্দর ও সফল করার জন্য আয়োজক কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আয়োজনে যে সকল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন /
জিৎ কর বাবু সাকিল,লিটন,বলরাম,দেলোয়ার,নীল,আলী,মান্নান,নুর হোসেন,সাদিয়া,রাসেল, রাবেয়া,মেহরাজ প্রমুখ।
ইফতার মাহফিলের পর এনায়েত বাজার মহিলা কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের ঈদ উপহার দেওয়া হয়।
আয়োজক কমিটিকে জনাব টিপু সুলতান জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।