বিশেষ প্রতিনিধি (ভোলা) : ভোলা জেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৯ নং ওয়ার্ডের মৃত সিরাজুল হক মাঝির স্ত্রী মাহমুদা খাতুন কে তার ছোট ছেলে শাহাবুদ্দিন ও তার স্ত্রী রাবেয়া বেগম মারাত্মকভাবে পিটিয়ে জখম গুরুতর আহত করেন। অভিযোগ করে সিরাজুল হক মাঝির নাতনি আরজু বেগম বলেন, আমার চাচি রাবেয়া বেগমের সাথে আমার দাদী মাহমুদা খাতুন এর ঝগড়াও বাকবিতণ্ডা হয়। বাকবিতন্ডা একপর্যায়ে আমার চাচি দাদুর গলা থেকে ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ও আট আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয়। আমার দাদুর চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে সবাই দৌড়ে যাই। গিয়ে দেখে আমার ছোট চাচা শাহাবুদ্দিন মিয়া ও তার স্ত্রী রাবেয়া বেগম দাদুর ওপর ব্যাপক চড়া হন। বাক-বিতণ্ডার একপর্যায়ে তারা দাদুকে ব্যাপক মারধর করেন, আমরা সবাই দাদু কে বাঁচাতে গেলে আমাকে মেরে হাতের আঙ্গুল ভেঙে দেয়। আমার মাকে শাহাবুদ্দিন চাচা লাথি মেরে ফেলে দেয়, আমার বোন লিমা ও অনু মারাত্মকভাবে আহত করে। পরে আমরা স্থানীয় চরফ্যাশন জেনারেল হাসপাতালে ভর্তি হই। আমরা এই ব্যাপারে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করি। শশীভূষণ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বলেন, বিষয়টির তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।