আদুরে বৃত্তের ভিতর
আয়েশা মুন্নি
তোমাকে পাওয়ার কামনা প্লাবনে
প্লাবিত এ মনো-জগৎ,
নিগূঢ় অনুভূতির অনুরণনে
উপসাগরীয় ঢেউ জাগে মনে।
ভালোবাসার অদম্য উষ্ণতায়
এভারেস্ট সম বিশাল উচ্চতার
হিমবাহ গলে যায় চোখের নিমিষে,
এ বুকের থৈথৈ প্রেম তোমারই অধীনস্থ।
স্পর্শের আদুরে বিত্তের ভিতরে এসে
তুমি শুধু একবার ছুঁয়ে দাও
তৃষ্ণার অমৃত সুধা ঢেলে নাও…
একুশ শতকের সব প্রেম তোমার হবে।
অনুযোগের নিপূণ অভিনয়ে
যদি আবার মন ফেরাও,
তবে জেনে নিও, ঠিক জেনে নিও
আমি পরবাসী হবো