আছমা আক্তার আখি – পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে নিজ বাড়িতে পাথর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়নের ঘটিয়ার পাড়া গ্রামে, মোঃ গোলাম আজম (৫৩) নামে এক পাথর ব্যবসায়ী কে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ( ৫ ই মার্চ) সন্ধ্যায় এ ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে উপস্থিত হয়।জানা যায় নিহত গোলাম আজম, পঞ্চগড় ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম এর পুত্র। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তে মাঠে নেমেছে ।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জামান পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার, এস এম সফিকুল ইসলাম তিনি বলেন, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের সামনে মৃত গোলাম আজমের,লাশ আমরা উদ্ধার করেছি তার বাড়ির সায়ন কক্ষের বেড রুম থেকে, প্রাথমিক অবস্থা দেখে আমাদের সন্দেহ হচ্ছে, এটা একটা খুনের ঘটনা। আমাদের স্পেশাল ইষ্ট টিম এখানে আছে এছাড়াও পিবিআই এসছে, সিআইডি, অন দা ওয়ে তারা ক্রাইম সিন, আমরা কডন রেখেছি তারা আসবে, ক্রাইম সিন দেখে আমরা আমাদের তদন্ত শুরু করব, এবং বিষয়টিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা পরবর্তীতে জানতে পারবেন।