মিলি সিকদার : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কতুবা ইউনিয়নের লক্ষীপুর ১নং ওয়ার্ড অন্তর্গত পলবান বাড়ীতে গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে সংঘটিত হয়েছে ভয়াবহ অগ্নিকান্ড। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে চতুর দিকে।ঘরের ভিতর থাকা লোকজনের আত্নচিৎকারে ভারী হয়েছে বাতাস। সরেজমিনে গিয়ে জানা যায়।বৈদ্যুতিক শর্ট শার্কিটে আগুনের সূএাপাত। ভয়াবহ অগ্নি কান্ডে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারিত হয়েছে ১০-১২ লাখ টাকা কিছু বুঝার আগ মুহুর্তেই সব আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার ঘরের মালিক মোঃ সফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান আগুন সংঘটিত হবার সময় তিনি স্হানীয় এক বাজারে ছিলেন পরে তিনি আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে দেখেন ঘড়ে থাকা ফ্রিজ, নগদ ১লক্ষ ২০ হাজার টাকা স্বর্নালংকার তিনটি গরু হাস মুরগী ছাগল পুড়ে ছাই। প্রত্যক্ষদর্শী একলোক জানান, প্রাথমিক ভাবে তার মনে হচ্ছে বিদুৎ থেকে আগুনের সূএাপাত। আগুন লাগার পর থেকে বাড়ির লোকজন আতঙ্কে আছে আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ছিল। এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন করলে তারা আগুন লাগার এক ঘন্টা পড়ে ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনে ক্ষতিগ্রস্ত সফিকুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্বিক সহযোগিতা সহযোগিতা সহ একটি বসত ভিটার ঘর চেয়েছে।