তামিম আহাম্মেদঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা 2 নং ওয়ার্ডে আবুল হোসেন তালুকদার বাড়িতে হোসেনের ছোট মেয়ে জিকু আক্তার কর্তৃক নবজাতক হত্যা। সরেজমিনে গিয়ে জানা যায়,হোসেন (৪৮) এর ছোট মেয়ে জিকু আক্তার অবৈধ গর্ভধারণ করে। জিকু বোরহানউদ্দিনের আব্দুল জব্বার কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজে পড়ার সুবাদে কোন এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এবং শারীরিক সম্পর্কের মাধ্যমে অনৈতিক গর্ভধারণ করে।নাম প্রকাশে অনিচ্ছুক জিকুর বাড়ির এক মহিলা জানান, বেশ কিছু মাস ধরে আমরা জিকুর কিছু শারীরিক পরিবর্তন লক্ষ করি এবং তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সে বলত তার পেটে টিউমার হয়েছে। গোপন সূত্রে জানা যায়, বাচ্চা প্রসবের পর জিকু বাচ্চাটিকে মেরে ফেলে। মারার পর তার বাবার সহায়তায় বাড়ির অদূরে একটি জমিতে বাচ্চাটিকে পুঁতে ফেলে।এই বিষয়ে জিকুর বাবা হোসেনের সাথে কথা বললে তিনি গণমাধ্যম কর্মীদের কে জানান। গত চারদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরে এসে দেখেন তার ঘরে একটি অবৈধ বাচ্চা। তিনি তার ছোট মেয়েকে জিজ্ঞাসা করলেন মেয়ে জানায় একটি দুর্ঘটনা ঘটেছে,অতি দ্রুত বাচ্চাটিকে দাফন করতে হবে। জিকুর বাবা আরো জানায়, জিকু নিজেই তার বাচ্চাটিকে হত্যা করেছেন। হোসেন বলেন তার মেয়ে কিভাবে অন্তঃসত্ত্বা হয়েছিল তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। লাশ দাফনের চারদিন পরে স্থানীয় থানা পুলিশ গোপন সূএে খবর পেয়ে ঘটনাস্থলে কবর থেকে মরদেহটি উদ্ধার করেন। সেই সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃশাহিন ফকির,বোরহানউদ্দিন লালমোহন সার্কেল এস.পি জনাব মোঃরাসেলুর রহমান।