নিজস্ব প্রতিবেদকঃ১৬ডিসেম্বর
বিজয়ের সূবর্ণজয়ন্তী পালনে ১৬ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই বন্দর-ইপিজেড,পতেঙ্গায় আলোর পথে-যুব সাহিত্য ফোরাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ ও হালিশহর একাদশ ক্লাবের যৌথ আয়োজন ওএস আর টেলিভিশনের সৌজন্যে উৎসব মূখর পরিবেশে ১৯৭১এর মুক্তিযুদ্ধের শহীদ বীরদের স্মরণ অনুষ্টান, বিজয় র্যালি,পথসভা, বার্ষিক প্রকাশনা উৎসব এবং শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন।
সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্য সচিব,সাংবাদিক ও সংগঠক মুঃবাবুল বাবলার সভাপতিত্বে এবং সহ-সম্পাদক এম. শাহেদুর রহমান শাহেদের সঞ্চালনায়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনরে প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও প্রবীন সংগঠক মোঃ ইলিয়াছ, প্রধান বক্তা ছিলেন- উপদেষ্টা সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা সন্তান,সংগঠনের উপদেষ্টা-দেলোয়ার আমিন হারুন,সাবেক নির্বাহী সম্পাদক ও সংগঠক লায়ন মনির উদ্দিন, ক্লাবের সাবেক সাঃসম্পাদক মোঃ হোসাইন, সাবেক ক্রীড়াবিদ মোঃ নুরুল আমিন সোহেল, নির্বাহী সদস্য মোঃ শাহিন আলম, আলোর পথের সদস্য মোঃ রিফাত হাসান,মোঃ রিয়াজ উদ্দিন, নারী সদস্য টুম্পা ও জুলিয়া কনা প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, দেশের প্রকৃত ইতিহাস স্বচ্ছভাবে প্রকাশ করে আগামীর ভবিষ্যত প্রজন্মদের সত্যিকার দেশ গঠনে উৎসাহ প্রদান সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা তথা দেশ সেবার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে।
সংগঠনের উদ্যোগে বিজয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গায় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় বিজয় কঁচিত পতাকা,স্টীকার ওতথ্য কণিকা প্রচারপত্র বিলি করা হয়।