ডেস্ক নিউজ :
সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের গোয়ালীয়া গ্রামের গতকাল দুপুর ১:৩০ মিনিটের সময় রঞ্জিত দাস এর বাড়ি থেকে একটি অটোরিকশা সাহাব উদ্দিন মেম্বার (দাই) বাড়ির ছলিম উল্লাহর ছেলে বাবলু সাথে অজ্ঞাত ২/৩ জন সহ চুরি করে নিয়ে যায়। অটোরিকশাটি ফরহাদনগর (ভোর বাজার) পার হওয়ার সময় সিসি টিভি ফুটেজ দেখে সনাক্ত করা হয়।