মিলি সিকদারঃ ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে গলায় ওড়না পেছিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত স্বামী মোঃ শাহীন (৩০) উপজেলার হাসান নগর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মোঃ আলমগীরের বড় ছেলে।অভিযোগকারী স্ত্রী সাজু বেগম জানায়, তাঁদের ১৬ বছরের বিবাহিত জীবনে ৩টি সন্তান রয়েছে। স্বামীর নদীতে মাছ ধরা ইনকাম দিয়েই চলে তাদের সংসার। বর্তমানে টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরকারি বেড়িবাঁধের উপরে একটি ছোট্ট ঘরে সাধারণ জীবনযাপন করছেন তারা।কিছুদিন আগ থেকে তাঁর স্বামী মোঃ শাহীন চরফ্যাশন উপজেলার এক সন্তানের জননীর সাথে পরকীয়া প্রেমে মত্ত হয়। এ খবর স্ত্রী জানতে পেরে স্বামীকে জিজ্ঞেস করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী সাজু বেগমকে বুধবার ১৫ (সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ করে এলোপাতাড়ি মারধর শুরু করে একপর্যায়ে স্ত্রী’র পড়নে থাকা ওড়না দিয়ে তাকে গলায় ফাঁস দেয়ার চেষ্টা করলে পার্শ্ববর্তী লোকজন এসে পাষণ্ড এ স্বামী থেকে নির্যাতিত স্ত্রী বাঁচায়।এ ব্যপারে টবগী ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রুহুল আমীন বলেন, অভিযুক্ত এ শাহীন খুবই খারাপ প্রকৃতির মানুষ। প্রায়ই স্ত্রীকে মারধর করার অভিযোগ পাই। আমি নিজেও একাধিকবার বিচার-সালিশ করেছি। তাকে আইনের আওতায় আনা উচিৎ বলে মনে করি।