মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
“আসুন ই-কমার্স জগতে প্রকৌশলীগণ ” এই শ্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইঞ্জিনিয়ার্স ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
মূলত এ প্ল্যাটফর্মটি শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ার্স ই-কমার্স’। শুধু ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করবে।
বুধবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াটারফল গার্ডেন ক্যাফে বাড্ডা, গুলশানে আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু হয় এবং আলোচনা সভা শেষে মূল আনুষ্ঠানিকতার পথচলা শুরু হয়।
এসময় অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ই -কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফাউন্ডার ও প্রধান নির্বাহী প্রকৌশলী পারভীন আক্তার ময়ন বলেন, বাংলাদেশের সকল বিভাগের ইঞ্জিনিয়ারদের এক প্লাটফর্মেই নিয়ে এসে কাজ হবে, তাই ইঞ্জিনিয়ার্স ই-কমার্স’ অ্যাসোসিয়েশন এর মাধ্যমে এক প্লাটফর্মে নিয়ে আসা আমাদের মূল লক্ষ্য । সবচেয়ে আনন্দের বিষয় এই যে বাংলাদেশে সর্ব প্রথম আমরাই, ইঞ্জিনিয়ার্স ই কমার্স এসোসিয়েশন নিয়ে কাজ করছি।
আশা করি আমরা যদি সকল বিভাগের ইঞ্জিনিয়ারদের এই প্ল্যাটফর্মে আনতে পারি, তাহলে সারা বিশ্বে বাংলাদেশের সকল বিভাগের ইঞ্জিনিয়ারদের ই-কমার্স প্লাটফর্মে একটি মাইল ফলক হবে। তাছাড়া বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের সকল বিভাগের ইঞ্জিনিয়াররা এই প্লাটফর্মে অংশগ্রহণ করতে পারবে। যা আগামীতে ইঞ্জিনিয়ার্স ই – কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সারা বিশ্বের সকল বিভাগের ইঞ্জিনিয়াররা পরিচিতি লাভ করতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পূর্ণাঙ্গ কমিটি গঠন শেষ হলে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আশাকরি বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এই প্লাটফর্মে প্রযুক্তির দিক দিয়ে ও ইঞ্জিনিয়ার্স ই -কমার্স এসোসিয়েশন ও অন্যান্য সুবিধা বৃদ্ধি লাভ করতে সক্ষম হবে।
তাই সকলের কাছে দোয়া প্রার্থী এবং ইঞ্জিনিয়ার্স ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র পক্ষ থেকে বাংলাদেশের সকল বিভাগের ইঞ্জিনিয়ারদের জন্য আমন্ত্রণ ও অভিনন্দন।
অনুষ্ঠানে উপস্থিত সকল প্রকৌশলীরা তাদের মন্তব্য প্রকাশ করেন ও শুভেচ্ছা জানিয়েছেন, আর যে সকল ইঞ্জিনিয়াররা আমন্ত্রণে আসতে পারেননি তাঁরা ইঞ্জিনিয়ার্স ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র এই উদ্যোগ ফোন আলাপে স্বাগত জানিয়েছে।’