মোঃ ইসরাফিল, চরফ্যাশন প্রতিনিধি :
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে পানিতে ডুবে ইমা নামের ১৮ মাস বয়সের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার ৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের জাহানপুর গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। সে উপজেলার জাহানপুর ইউনিয়নের জাহানপুর গ্রামের বাসিন্দা মোঃ ইমাম হোসেন এর মেয়ে।
সে দুই বোনের সবার ছোট, ভাই নেই। তার বাবা ইমাম হোসেন জানায়, ইমা বাড়ির অন্যান্য মেয়েদেরকে নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। খেলাদুলার একপর্যায়ে সে বাড়িতে থাকা পুকুরে বোতল দিয়ে পানি আনার জন্য যায়, পুকুর থেকে পানি উঠাতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। কিন্তু সে কখন পানিতে পড়েছে কেউ তা বলতে পারেননি।
আনুমানিক বিকাল সাড়ে ৩ টার দিকে তার মা তাকে উঠানে বাড়ির খেলায় দেখতে না পেয়ে প্রতিবেশীদের নিয়ে অনেক খুঁজাখুঁজি পর বিকাল ৪ টার দিকে নিজ বাড়ির পুকুরে ডুবায় পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তার নিজ বাড়িতে অনে দাফন করেন।