মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ১লা সেপ্টেম্বর বিকেলে বালিয়াডাঙ্গী দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কৃষকদলের সভাপতি ইউসুফ আলী, বড়বাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি আঃ কাদের, সাধারণ সম্পাদক এন্তাজ আলী, ছাত্রদলের সিনিয়র যু্গ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, সদস্য সচিব আবু সায়েদ, সদস্য আসিফ আরমান, আরিফ রায়হান, তুষার, আল মামুন, ফরিদ, মুক্তারুল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী আর্দশ ও বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন ৷
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ঈসমাইল হোসেন ৷