দীর্ঘদিন সুনামের সহিত অনলাইন কর্মকান্ড পরিচালিত করে সুনামধন্য অনলাইন প্রতিষ্ঠান নকশীকাঁথা তাদের অফলাইন কার্যক্রমকে আরো গতিশীল করতে চট্টগ্রামের সুনামধন্য ও অভিজাত শপিং মল আমিন সেন্টারে তাদের আউটলেট উদ্বোধন করেছে। নকশীকাঁথা ডিরেক্টর ইরফাত চৌধুরী বলেন,একজন নারীর গর্ভকালীন এবং তার পরবর্তী সময়ে যে প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয় তার সবকিছুই আমাদের শপে আছে। এই ছাড়া বাচ্চাদের যাবতীয় দেশী-বিদেশী প্রোডাক্ট আমাদের শপে পাওয়া যাবে। আমরা সবসময়ই ক্রেতা সন্তুষ্টিতে বিশ্বাসী, আমাদের প্রতি ক্রেতাদের বিশ্বাস অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর। আমিন সেন্টারের নিচ তলায় নকশীকাঁথা শোরুমের উদ্বোধন করেন গার্লস প্রায়োরিটির এডমিন তাসনুমা আনোয়ার, মেহোদী আর্টিস্ট সালমান, কাতারের বিশিষ্ট ব্যাবসায়ী মো বকতেয়ার চৌধুরী, শাহাবুদ্দিন করিম। সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ বিন ইব্রাহীম,ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান রাকিব,ডিসি গ্রুপের এডমিন শিশির শুভ,কিউ আর কম্পিউটারের সত্তাধিকারী ইফতেখার মাহামুদ, তুষার,হাসনাইন, ইশতিয়াক, সোহাগ, ঈশান প্রমুখ।