“আত্মকর্মসংস্থানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা -জেলা প্রশাসক,চট্টগ্রাম”
ডেস্ক নিউজ :
আন্তর্জাতিক যুব দিবস ২০২১ উপলক্ষে Transforming Food Systems: Youth Innovation For Human And Planetary Healty (খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানব এবং গ্রহ সুস্থতার জন্য যুব উদ্ভাবন) এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে অনলাইনের মাধ্যেমে আলোচনা সভার আয়োজন করেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব প্রজেষ কুমার সাহা,উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মমিনুর রহমান,জেলা প্রশাসক,চট্টগ্রাম।
এতে আরো উপস্থিত ছিল কোতোয়ালি থানা যুব ইউনিট কর্মকর্তা জনাব জাহান উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” দেশের যুবারা এখন আত্মকর্মসংস্থানে অনেক দূর এগিয়েছে,যুব উন্নয়ন অধিদপ্তরের নানামুখী কর্মকান্ড ও আধুনিক প্রশিক্ষণের ফলেই এগুলো সম্ভব হয়েছে।
আজকে মৎস্য চাষ,খামারি কাজ সহ নানান কাজের প্রশিক্ষণ নিয়ে তারা আজকে নিজেরা উদ্যোক্তা হচ্ছে যেটি দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে।
কোতোয়ালি যুব ইউনিট কর্মকর্তা জনাব জাহান উদ্দিন বলেন,”আমাদের সকল কর্মকান্ড যুব বান্ধব,যুবাদের মানসম্মত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ ও যোগ্য গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি,চট্টগ্রামে যুব উন্নয়নের পরিশ্রমের একটি ফল হচ্ছে বেকারত্ব কমতে শুরু করছে,আমাদের কাজের ধারা অবহিত থাকবে”।
আলোচনা সভায় সকলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করায় সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।ভবিষ্যৎ এ যুবাদের যেকোনো প্রয়োজনে,তাদের দক্ষতা এবং নিজেদের উন্নয়নের জন্য চট্টগ্রামের সকল যুবাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন সরকরি কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ।