পঞ্চগড়ে বিএনপি নেতা হত্যা ও সারাদেশে পুলিশি হামলার ঘটনায়-গণঅধিকার পরিষদের নিন্দা
মালয়েশিয়া প্রতিনিধি: মুক্তা চৌধুরী
প্রকাশিত: ২২:৫৪, ২৪ ডিসেম্বর ২০২২
ফন্ট সাইজ – ডি +
পঞ্চগড়ে বিএনপি নেতা হত্যা ও সারাদেশে পুলিশি হামলার ঘটনায়-গণঅধিকার পরিষদের নিন্দা
যুগপৎ আন্দোলনে পুলিশের গুলিতে পঞ্চগড় বোদা উপজেলার বিএনপি নেতা আবদুর রশিদ আরেফিনকে হত্যা ও সারাদেশে বিরোধী দলসমূহের গণমিছিলে পুলিশি হামলা, গ্রেফতার ও ধরপাকড়ের প্রতিবাদে নিন্দা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। পরিষদের আহবায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শনিবার (২৪ ডিসেম্বর) এ নিন্দা প্রকাশ করেন।
গণ অধিকার পরিষদের সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নেই, সরকারের সীমাহীন দুর্নীতি-অব্যবস্থাপনার কারণে আজ দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গেছে। মানুষ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে, দেশের নিম্ন-মধ্য আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ দেশের সকল বিরোধী দল মত-মতের মানুষ যখন ভাত ও ভোটের দাবিতে রাস্তায় প্রতিবাদ করছে,তখন বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে জনগণের বুকে গুলি চালিয়ে খুন করছে। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা করে ভীত-সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়। যে কারণে, সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর বর্বর হামলা, হয়রানিমূলক মিথ্যা মামলা দিচ্ছে, একইসঙ্গে সারাদেশে গণগ্রেফতার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।
ড. রেজা কিবরিয়া ও নুরুলহক নুর বলেন, ‘পঞ্চগড়ে পুলিশের গুলিতে নিহতের ঘটনাসহ, ১০ ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে ৬ ডিসেম্বর থেকে অন্যায়ভাবে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করে তল্লাশীর নামে হয়রানি,গণগ্রেফতার, বিএনপির দলীয় কার্যালয়ের তল্লাশীর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।’
যৌথ বিবৃতিতে রেজা কিবরিয়া ও নুরুলহক নুর বলেন, ‘গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র্যালিতে ক্ষমতাসীন সরকারে সন্ত্রাসী বাহিনী ও পুলিশ গণঅধিকার পরিষদের সারাদেশে ১০০র অধিক নেতা-কর্মীকে হামলা করে আহত করে। এ সরকারের কাছে কোনো দল-মতের মানুষ নিরাপদ নয়। তাই, জনগণের জীবন হরণকারী এ স্বৈরাচারী সরকারের রিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে রাস্তার নামার আহবান জানাই। আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে দেশের মানুষকে গণঅধিকার পরিষদের কফিন মিছিলে (বিক্ষোভ সমাবেশ) সামিল হওয়ারও আহবান জানাই।’