বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদর্শ শিক্ষক ফোরাম’র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন সাংবাদিক সোহাগ আরেফিন এর বাবার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ তজুমদ্দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড’র অধীনে কেয়া বৃত্তি পরীক্ষা সম্পন্ন ডি.এইচ.এম’এস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর বারেক আটক আলোর পথে-সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের কর্মসূচি পালন চট্টগ্রাম মডেল স্কুলে বিজয় দিবস উদযাপন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত : তজুমদ্দিনে ইরি-বোরো ধানের স্কীম নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি নেতার সংঘর্ষে আহত ২ জন

পঞ্চগড়ে বিএনপি নেতা হত্যা ও সারাদেশে পুলিশি হামলার ঘটনায়-গণঅধিকার পরিষদের নিন্দা

  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১.১৭ এএম
  • ২১৪ বার পঠিত

পঞ্চগড়ে বিএনপি নেতা হত্যা ও সারাদেশে পুলিশি হামলার ঘটনায়-গণঅধিকার পরিষদের নিন্দা

মালয়েশিয়া প্রতিনিধি: মুক্তা চৌধুরী
প্রকাশিত: ২২:৫৪, ২৪ ডিসেম্বর ২০২২
ফন্ট সাইজ – ডি +
পঞ্চগড়ে বিএনপি নেতা হত্যা ও সারাদেশে পুলিশি হামলার ঘটনায়-গণঅধিকার পরিষদের নিন্দা
যুগপৎ আন্দোলনে পুলিশের গুলিতে পঞ্চগড় বোদা উপজেলার বিএনপি নেতা আবদুর রশিদ আরেফিনকে হত্যা ও সারাদেশে বিরোধী দলসমূহের গণমিছিলে পুলিশি হামলা, গ্রেফতার ও ধরপাকড়ের প্রতিবাদে নিন্দা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। পরিষদের আহবায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শনিবার (২৪ ডিসেম্বর) এ নিন্দা প্রকাশ করেন।

গণ অধিকার পরিষদের সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নেই, সরকারের সীমাহীন দুর্নীতি-অব্যবস্থাপনার কারণে আজ দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গেছে। মানুষ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে, দেশের নিম্ন-মধ্য আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ দেশের সকল বিরোধী দল মত-মতের মানুষ যখন ভাত ও ভোটের দাবিতে রাস্তায় প্রতিবাদ করছে,তখন বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে জনগণের বুকে গুলি চালিয়ে খুন করছে। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা করে ভীত-সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়। যে কারণে, সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর বর্বর হামলা, হয়রানিমূলক মিথ্যা মামলা দিচ্ছে, একইসঙ্গে সারাদেশে গণগ্রেফতার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।

ড. রেজা কিবরিয়া ও নুরুলহক নুর বলেন, ‘পঞ্চগড়ে পুলিশের গুলিতে নিহতের ঘটনাসহ, ১০ ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে ৬ ডিসেম্বর থেকে অন্যায়ভাবে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করে তল্লাশীর নামে হয়রানি,গণগ্রেফতার, বিএনপির দলীয় কার্যালয়ের তল্লাশীর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।’

যৌথ বিবৃতিতে রেজা কিবরিয়া ও নুরুলহক নুর বলেন, ‘গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‍্যালিতে ক্ষমতাসীন সরকারে সন্ত্রাসী বাহিনী ও পুলিশ গণঅধিকার পরিষদের সারাদেশে ১০০র অধিক নেতা-কর্মীকে হামলা করে আহত করে। এ সরকারের কাছে কোনো দল-মতের মানুষ নিরাপদ নয়। তাই, জনগণের জীবন হরণকারী এ স্বৈরাচারী সরকারের রিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে রাস্তার নামার আহবান জানাই। আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে দেশের মানুষকে গণঅধিকার পরিষদের কফিন মিছিলে (বিক্ষোভ সমাবেশ) সামিল হওয়ারও আহবান জানাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com