নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে চুরির অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এই চার নারী সম্পর্কে পরস্পরের বোন। তারা জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে মানুষের বাসায় ঢুকে চুরি করেন।
মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। এর আগেও তারা একই অপরাধে আটক হয়েছিলেন।
আটক নারীরা হলেন, মোসা. আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তাদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকে। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যায়।
তিনি বলেন, যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যায়, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। আজ সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।
এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।