পাঠক অনুভূতি :
|| আরসিতারা নিসু ||
ইদানিং মাঝে মাঝেই মন খারাপ হয়; কিন্তু সে মন খারাপের কোনো কারন আমার জানা নেই।
মন খারাপের কারন না জানার কারনে, সবার মাঝে থেকেও নিজেকে খুব অসহায় লাগে।…
কেউ যখন প্রশ্ন করে, কেমন আছো?…. তড়িঘড়ি করে মস্তিস্কে প্রোগ্রামিং করা উত্তরটা দিয়ে দিতে হয় “আলহামদুলিল্লাহ্ ভালো আছি!” কারন, ভালো নেই বলার পর যে পাল্টা প্রশ্নটা আসবে, “কেনো?” সেই প্রশ্নের উত্তর দেবার সাহস আমাদের কারোর’ই থাকে না।
ইদানিং মাঝে মাঝে নিজেকে খুব গুটিয়ে নিতে ইচ্ছে করে।খুব কাছের মানুষ, খুব পছন্দের মানুষগুলোকেও কিছু বলতে ইচ্ছে হয় না।
নিজের কাছেই কেমন একটা অদ্ভুত ব্যাপার মনে হয় মানুষগুলো আমার কাছের, আমি মানুষগুলোর কাছের! তবু ও কোনো এক অজানা অভিমানে দূরে সরে যেতে ইচ্ছে হয়।
মানুষগুলো দূরে সরে গেলেও কষ্ট হয়; আবার কাছে আসার চেষ্টা করলেও কিছু বলে বোঝাতে না পারার যন্ত্রনা হয়।
বুজতে পারো!…তোমরা যারা ভুল বুঝে অভিমানে দূরে সরে যাও, বিশ্বাস করো প্রচন্ড কষ্ট হয় এই মানুষগুলোর। বলতে না পারা, বোঝাতে না পারার যন্ত্রনা অনেক বেশি। কেননা তাদের হঠাৎ হঠাৎ মনটা থেমে যায়; সবাইকে মাতিয়ে রাখার পর, হাসিখুশি রাখার পর হঠাৎ করেই হয়তো কোনো এক পুরোনো অসুখ, মানুষগুলোকে নিস্তব্ধ করে দিয়ে যায়!
তাই হঠাৎ করেই কেউ চুপ হয়ে গেলে দূরে সরে যেও না। হয়তো তার ওই নিরবতা, অনেক কথা বলতে চায়।