মানব সময় প্রতিবেদক :
শাম্মী তুলতুল তরুণ লেখক ও কথাসাহিত্যিক।লেখালেখি করে আলোকিত করেছে তার নিজ ভুবন। জনপ্রিয়তার শীর্ষে তিনি এখন। তিনি একাধারে একজন লেখক. কবি. উপন্যাসিক.গল্পকার. শিশু সাহিত্যিক.নজরুল অনুরাগী.রেডিও অনুষ্ঠান পরিচালক. খবর পাঠিকা ও দাবা খেলোয়াড়।বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই । যেমন. কালের কন্ঠ. প্রথম আলো। বাংলাদেশ প্রতিদিন.ইত্তেফাক.খোলা কাগজ.প্রতিদিনের সংবাদ.এন টিভি অনলাইন. প্রতিদিনের সংবাদ.জনকণ্ঠ.ভোরের কাগজ. মানবকন্ঠ.আজাদী. পূর্বকোণ. শিশু.নবারুণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে দুই বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে। লিখছেন জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার. প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও।
পড়ালেখায় চরম ফাঁকিবাজ ছিলেন টিচার এলে নানা ওজুহাতে তাড়াতেন। কিন্তু অতি ভালো রেজাল্ট না করে ভালো ফলাফল করে দেশ সেরা কলেজ চট্টগ্রাম কলেজের ছাত্রী এবং বাংলাদেশের জনপ্রিয় এই সাহিত্যিক। তার জন্ম একটি সাহিত্য.সাংস্কৃতিক রাজনৈতিক. মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে।
বুকের ভেতর রয়েছে অফুরন্ত গল্পের বাস
সে সব গল্প বলে যেতে চান তার লেখায়। এবারের বই মেলা ২০২৫ এ পাওয়া জাচ্ছে তার ৫ টি বই। চারটি উপন্যাস। একটি শিশু- কিশোরদের জন্য বই। বই গুলো হলো। উপন্যাস চোরাবালির বাসিন্দা.পদ্মবু.মনজুয়াড়ি। একজন কুদ্দুস ও কবি নজরুল। অন্য বই চাঁদের বেড়ানোর পাসপোর্ট। এটি শিশু -কিশোরদের জন্য। বই গুলো পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশের ঢাকা বইমেলায় ৭২৫ — আর ৭২৮ নাম্বার স্টলে।আর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ২৯ নাম্বার স্টলে। তুলতুল বলেন প্রতিটি বইতে তিনি শিক্ষনীয় ও সমাজ সংস্কারের বিষয় রাখেন। সাহিত্য শুধু বিনোদন নয়। শেখারও ব্যাপার আছে। বইমেলা নিয়ে ভাবনা কেমন জানতে চাইলে বলেন. আমরা বই বই মেলায় অপরাজনীতি আর নোংরামি চাইনা। এই যে বই মেলায় হামলা হলো এমন হামলা আশা করিনা।এই সব দেখবে বাংলা একাডেমী। আমরা চাই বইমেলা হবে সুস্থ রাজনীতি মুক্ত। বই পড়া নিয়ে তুলতুল একটি স্লোগান দেন ফেসবুকে সেটি হলো “”না পড়ুয়ার দল বই পড়ুয়ার দলে হোক””
চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক অংগনে নিজ লেখা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।