সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তজুমদ্দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড’র অধীনে কেয়া বৃত্তি পরীক্ষা সম্পন্ন ডি.এইচ.এম’এস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর বারেক আটক আলোর পথে-সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের কর্মসূচি পালন চট্টগ্রাম মডেল স্কুলে বিজয় দিবস উদযাপন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত : তজুমদ্দিনে ইরি-বোরো ধানের স্কীম নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি নেতার সংঘর্ষে আহত ২ জন জাতীয় মানবাধিকার সোসাইটি-চট্টগ্রাম’র বিশ্ব মানবাধিকার দিবস পালন চট্টগ্রাম মডেল স্কুল’র ইন হাউস প্রশিক্ষণ

ভোলায় শিক্ষকের উপর হামলার ঘটনায় আসামি এখনও গ্রেপ্তার হয়নি! শিক্ষক নেতাদের ক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ১২.৪৮ পিএম
  • ৩১৪ বার পঠিত

 

শশী ভুষণ প্রতিনিধি :
ভোলা স্কুল শিক্ষক ইসমাইল হোসেন মনিরের উপর সন্ত্রাসী হামলার আসামিদের পুলিশ গ্রেফতার না করা ও উপরন্তু একজন প্রধান শিক্ষককে জড়িয়ে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে শিক্ষক সমিতি। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
শিক্ষক নেতারা জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় গত ২৩ জানুয়ারি ২০২১ ভোলা সদর থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার না করে বরং তাদের সহযোগিতা করছে। আমরা পুলিশের কাছে এ ধরনের ন্যক্কারজনক আচরণ আশা করিনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। শিক্ষক নেতারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সন্ত্রাসী মোহাম্মদ আলী ও আরিফ হোসেনসহ সকল চিহ্নিত সন্ত্রাসী আসামিদের গ্রেপ্তার না করলে শিক্ষক সমিতি সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। অপরদিকে আসামিরা এ ঘটনা ধামাচাপা দিতে একজন প্রধান শিক্ষককে জড়িয়ে ন্যাক্কারজনক ভাবে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে মর্মে আমাদের কাছে সংবাদ আসে। এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে। ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন জানান, এ বিষয়ে আমরা ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এর সাথে কথা বলেছি, তিনি আসামি গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এ কারণে আমরা দুই দিন ধরে কর্মসূচি বন্ধ রেখেছি। দেখবো তিনি কি করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সেক্রেটারি অধ্যক্ষ সাফিয়া খাতুন, আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, জেলা সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ইব্রাহিম, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, আলিনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, দক্ষিণ আলিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, শিক্ষক ফোরাম নেতা আব্দুল মন্নান, সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সম্পাদক আনোয়ার পারভেজ, শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান এমরান হোসেন, আশরাফুল আলম সহ শিক্ষক নেতরা।
উল্লেখ্য গত ২২ জানুয়ারি সন্ত্রাসী মোহাম্মদ আলী ও আরিফ হোসেনের নেতৃত্বে অত্যন্ত ন্যক্কারজনক ভাবে সন্ত্রাসী হামলার শিকার হন, মাছুমা খানম বালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন মনির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com