তজুমুদ্দিন প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে ৪ বছরের এক শিশুকে যৌন নিপিড়নের মাধ্যমে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এজহার সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভূঁইয়াকান্দি গ্রামের এক প্রবাসির শিশু কন্যা (৪) গত ৩০ অক্টোবর সকালের খাবার শেষে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলতে যায়। এ সময় একই বাড়ির নেজামল হকের ছেলে মামুন (২৮) শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে তাদের বসত ঘরে নিয়ে পরিধেয় হাফপ্যান্ট খুলে যৌন নিপিড়নের মাধ্যমে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা বাসার কাজ শেষ করে উঠানে তার মেয়েকে দেখতে না পেয়ে সকাল ৯টার দিকে ডাকাডাকি করলে শিশুটি ওই ঘরে চিৎকার মারে। চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে গেলে শিশুটি তাকে ঘটনা খুলে বলেন। পরে তিনি নিপিড়নকারী মামুন ঘর থেকে বের হলে বিষয়টি জিজ্ঞেস করলে মামুন তাকে আজেবাজে কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে বাড়ির লোকজনকে শিশুর মা বিষয়টি অবগত করলে মামুনের মা তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে মামুন বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শিশুটির মাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে যৌন নিপিড়নকারী মামুনকে আসামী করেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় একটি মামলা দায়ের করেন মামলা নং ০৫।