ডেস্ক নিউজ :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় “ডাক দিয়ে যাই” অরাজনৈতিক সংগঠনের ২ যুগ পুর্তি উপলক্ষে সারা মাসব্যাপি সারা বাংলাদেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৭/০৯/২০২১ ইং রোজ শুক্রবার বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র সি আর বি প্রাঙ্গনে সংগঠনের চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক ও মহসিন কলেজের ভিপি জনাব পারভেজ খানের আয়োজনে কেক কেটে শুভ উদ্ধোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব টিপু সুলতান।
প্রধান অতিথি ছিলেন বাউবি আঞ্চলিক পরিচালক জনাব বদরুল হায়দার।
উপস্থিত ছিলেন বাউবি উপ আঞ্চলিক পরিচালক জনাব আনিসুল করিম পলাশ, সহকারী পরিচালক জনাব হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা জনাব রেজাউল করিম।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক জনাব কাজী জাকির হোসেন, মুখপাত্র রাবেয়া সুলতান, কেন্দ্রীয় সদস্য কপিল উদ্দিন, খোরশেদ আলম সোহেল, রনি, অঞ্চল সদস্য শাকিল,মাহতাব,বোরহান,রুবেল,জাকির,প্রসান্ত,শারমিন,রিয়া,শ্যামা ও চট্টগ্রাম কলেজ,মহসিন কলেজ,সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ,হাজেরা তজু ডিগ্রী কলেজ,ব্যারিষ্টার কলেজের নেতৃবৃন্দ।