এমদাদুল সহ হাটহাজারী থেকে :
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী দারুলউলুম মাঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস হযরত আল্লামা জুনায়েদ বাবু নগরী দুপুর ১২ঃ৫০ মিনিটে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে( ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)এর আগে সকাল ১১ ঘটিকার সময় উনি ষ্ট্রেক করলে উনাকে হাসপাতালে নেওয়া হয় ওনার মৃত্যু কথা প্রকাশ হওয়ার পর সকল শ্রেণির মানুষ শোক প্রকাশ করে পরে রাতে উনার জায়নামাজ হাটহাজারী দারুলউলুম মাঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়, জানাজা পড়ান উনার মামা আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী, এতে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে জায়নাজায়, এর পর মাদ্রাসা মাঠে কবর স্থানে আল্লামা আহমেদ শফি হুজুরের কবর এর পাশে দাপন করা হয়