মোঃ নুরনবী শাওন :বাকলিয়া প্রতিনিধি।।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার আওতাধীন ১৯ ওয়ার্ডের মিয়াখান নগরের বেলাখান বাড়িতে শুক্রবার(৩০ জুলাই) এ ঘটনা ঘটে।
যুবকের বয়স ১৯।সকলা ৯ টা নাগাদ যুবকের নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পেলে প্রতিবেশীরা বাকলিয়া থানায় ফোন করলে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করেন। কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি।গলায় ফাসের চিহ্ন থাকলেও যুবকের পা ছিল মাটিতে।বিষয় টি রহস্যজনক বলে জানান বাকলিয়া থানা পুলিশ।এ বিষয়ে পুলিশ আরো বলেন,”আমরা লাশটি এখন নিয়ে যাচ্ছি,ময়নাতদন্ত না করা অব্দি কিছু বলা যাচ্ছেনা।এটি হত্যা নাকি আত্মহত্যা তা অবশ্যই খতিয়ে দেখা হবে। প্রতিবেশীরা জানান, পরিবারের সকল সদস্যরা বাড়িতে গেলে যুবক একাই থাকতেন ওই ঘরে।সকলের সাথে মিলে মিশে চলতেনও বলে দাবি করেন প্রতিবেশীরা।